শিরোনাম
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার অন্তরগত বিঝারী ইউনিয়নে পঞ্চপল্লী স্কুলে সপ্তাহ ব্যাপি অতুল মেলা শুরু।
বিস্তারিত
অতুল মেলা ২০১৭ইং। মোদের গর্ব, মোদের আশা আমরি বাংলা ভাষা। কবিতার রচয়িতা কবি অতুল প্রসাদ সেন এর স্মরনে ২য় বারের মতো উৎযাপিত হচ্ছে অতুল মেলা ২০১৭ইং আয়োজন করা হয়েছে। স্থান- পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গন। বিঝারী, নড়িয়া, শরীয়তপুর।